উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ে আমাদের অনেকের মনেই রয়েছে নানা প্রশ্ন, নানা ভাবনা৷ এমনকি আছে কিছু ভ্রান্ত ধারণাও৷ আসুন জেনে নিই, এ নিয়ে সাধারণ কিছু বিষয়৷ ওপরেরটা বেশি, না িনচেরটা? অনেকেই চিকিৎসককে এই প্রশ্নটা করেন, আমার রক্তচাপ ওপরেরটা বেশি, না িনচেরটা? অনেকের ধারণা, ওপরেরটা বেশি থাকলে সমস্যা নেই, িনচেরটা বাড়লেই ওষুধ খেতে হয়৷ মূল কথা হলো, রক্তচাপ মাপকযন্ত্রে আপনাকে দুটি পাঠ দেয়—সিস্টোলিক ও ডায়াস্টোলিক৷ প্রতিবার হৃৎস্পন্দনের সঙ্গে রক্ত যে চাপ নিয়ে রক্তনালিতে প্রবাহিত হয়, তা হলো...

